বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে

 বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে


খুব কম সময়ই ম্যাগাজিন,পত্রিকার প্রচ্ছদে দেখা যায়। আমার ধারনা উনি এগুলো এড়িয়ে চলেন। নিভৃতে থাকতেই পছন্দ করেন। ১৯৮৬ সালের নভেম্বরে সাপ্তাহিক মেঘনা ম্যাগাজিন তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেন জাতির জনকের হত্যা প্রসঙ্গে। আমার কাছে এই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ। কত অজানা ঘটনা জানতে পারলাম।


শেখ রেহানা জার্মানী থেকে চলে আসবার জন্য বাবার অনুমতি চেয়েছিলেন ১৩ অগাস্টের শেষ আলাপে। বঙ্গবন্ধু বলেছিলেন, 'আচ্ছা,চলে আয়'


এই ছিলো জাতির জনকের সাথে কন্যা শেখ রেহানার শেষ কথা

Post a Comment

Previous Post Next Post